ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

সাবেক নৌমন্ত্রীর বাসার সামনে অবস্থান ধর্মঘট

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ০১ মার্চ ২০১৯, ১৬:১৯

সাবেক নৌমন্ত্রীর বাসার সামনে অবস্থান ধর্মঘট

মাদারীপুরে সাহেব আলী হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খানের বাসার সামনে অবস্থান ধর্মঘট করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। শুক্রবার সকালে ঘণ্টাব্যাপাী অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ হয়।

পরে এমপির পক্ষ থেকে তার ভাই আইনজীবী সমিতির সভাপতি ওবাইদুর রহমান কালু খান ও মাদারীপুর পুলিশ সুপার সব্রত কুমার হালাদারের আশ্বাসের ভিত্তিতে অবস্থান ধর্মঘট তুলে

নেয়া হয়।

এদিকে সাহেব আলী হত্যার ঘটনায় শুক্রবার (১ মার্চ) কালিকাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে কালিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজাজুর রহমান আকনের সাথে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাহেব আলী মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে পাচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এজাজ আকনের লোকজন সাহেব আলী মাতুব্বরের উপর হামলা চালায়। এরপর সাহেব আলী মাতুব্বরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেলে তার মৃত্যু হয়।

নিহত সাহেব আলী একই এলাকার মৃত আবেদ আলী মাতুব্বরের ছেলে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত