ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে ইটভাটা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৫ মার্চ ২০১৯, ১৫:৪৪

গোপালগঞ্জে ইটভাটা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের জের ধরে ইটভাটা বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পুকুরিয়া গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এইচবি ব্রিকসের মালিক মো: সাইফুল ইসলামের মা রোমেছা বেগম। এসময় তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে আমাদের ইটভাটায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে অফিস রুম ভাংচুরসহ ইটের

ব্যাপক ক্ষতি করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আমাদের ইট ভাটাটি বন্ধ করে দেয়। এরপরে থেকে আমার ছেলেসহ গ্রামের সকল পুরুষ সদস্য পালিয়ে বেড়াচ্ছে। আমি ইটভাটা চালুসহ দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ সংবাদ সম্মেলনে এইচবি ব্রিকসের মালিক মো: সাইফুল ইসলামের মেয়ে লিমা খানমসহ শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত