ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

‘মেনন নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছেন’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ২০:১৪

‘মেনন নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছেন’

সাম্প্রদায়িক বিষবৃক্ষের বিরুদ্ধে ইসলামের অবস্থান উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ‘জাতীয় সংসদে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন কওমি মাদ্রাসাকে মোল্লাতন্ত্র আখ্যা দিয়ে বক্তব্য দিয়ে তিনি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন। কওমি মাদ্রাসা এ দেশে উড়ে এসে জুড়ে বসার মতো কোনো শিক্ষাব্যবস্থা নয়। সরকারি দান অনুদান ছাড়া এদেশের একটি মাত্র শিক্ষাব্যবস্থা কওমি মাদ্রাসা জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত মানুষ গঠনে অবদান রেখে চলেছে।’

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বামদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘অলি-আল্লাহ, গাউস-কুতুব ও ইসলামের জন্য অতীব ঊর্বর এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে রঙ ছড়িয়ে আর রাজনীতি করার সুযোগ নেই। কওমি মাদ্রাসা ও আল্লামা শফীর বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যাকে আর ভুল বোঝানোর সুযোগ নেই। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এখন ইসলামকে নিয়ে গর্ব করে। সুতরাং তাওবা করে ফিরে আসুন ইসলামের ছায়াতলে।’

মসজিদ, মাদ্রাসা, ইসলাম ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকতে পারে না উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, ‘বাংলাদেশের বামরা গণতন্ত্রের তল্পিবাহক। লেজুরবৃত্তি করে এরা রঙিন ফানুস দেখছে। ইসলামের বিরুদ্ধে বিষোদগার করে আলোচনায় আসায় ব্যর্থ চেষ্টা করছে। মুখে সাম্রাজ্যবাদবিরোধী বুলি থাকলেও ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাম্রাজ্যবাদীদেরই খুশি করতে চাইছে।’

  • সর্বশেষ
  • পঠিত