ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সুলতান মনসুরকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

সুলতান মনসুরকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে বিজয়ী সুলতান মনসুর জাতীয় সংসদে যোগ দেয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের বাকি সদস্যরাও সংসদে আসবেন বলে আশা করছেন সংসদনেত্রী। সোমবার রাতে জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এই আশা প্রকাশ করেন। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শেষ হচ্ছে।

সমাপনী ভাষণের শেষ দিকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি সুলতান মনসুরের দিকে ইঙ্গিত করে বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের একজন সংসদে এসেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আশা করি বাকিরাও চলে আসবেন।’

প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণবন্ত এবং সকল রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু সংসদকে পরিণত করার জন্য তারা চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি নতুন সংসদ সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, যারা নতুন এসেছেন তারা নিশ্চয়ই এখান থেকে কাজ শিখবেন।

তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলেন এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, সব আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। তিনি বলেন যে, ‘দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। দুর্নীতি বন্ধের জন্যও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন সময় যে দুর্নীতি হয়েছে তা সামরিক স্বৈরাতন্ত্রের ফলেই বাংলাদেশে বিস্তার হয়েছে। সরকার এখন দুর্ণীতি বন্ধের জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে।’

সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সাংসদ নির্বাচিত হন। ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আটজন সদস্য শপথ না নেয়ার সিদ্ধান্ত হয়।

তবে গত ৭ মার্চ সেই সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেন সুলতান মনসুর। শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে তাকে গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বহিষ্কার করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত