ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

প্রতারণার অভিযোগে মাল্টিপারপাস কোম্পানির মালিক গ্রেপ্তার

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ মার্চ ২০১৯, ১৬:০৩  
আপডেট :
 ১৪ মার্চ ২০১৯, ১৬:১২

প্রতারণার অভিযোগে মাল্টিপারপাস কোম্পানির মালিক গ্রেপ্তার

জামালপুর সদর উপজেলার নান্দিনায় নিউ টেকনোলজি ডেইলিস লিমিটেড নামে মাল্টিপারপাস কোম্পানি খুলে গ্রাহক প্রতারণার অভিযোগে বুধবার রাতে খলিলুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত খলিলের বাড়ি উপজেলার লক্ষ্মীর চর গ্রামে।

পুলিশ সূত্র জানায়, নিউ টেকনোলজি ডেইলিস লিমিটেড নামে মাল্টিপারপাস কোম্পানি খুলে ৪০ হাজার টাকা জামানত জমা নিয়ে ১০ হাজার টাকা বেতন দেয়া শর্তে কর্মী নিয়োগ দেন। পরবর্তীতে ওই কর্মীকে ৩ জন নতুন কর্মী সংগ্রহ করার শর্ত দেয়। ৪০ হাজার টাকা জমা দিয়ে মাসে ১০ হাজার টাকা বেতনের লোভনীয় অফারে বেকার যুবক যুবতীরা হুমড়ি খেয়ে পড়ে। চাকরি দেয়ার নামে সহজ সরল মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। কোম্পানির মালিক খলিলের প্রতারণা ফাঁস হয়ে পড়লে বুধবার সকাল থেকে বকেয়া বেতন ও জামানতের টাকা ফেরতের দাবিতে কর্মী ও গ্রাহকরা সংস্থার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। সদর থানা পুলিশ বুধবার রাতে কোম্পানির মালিক খলিলুর রহমানকে গ্রেপ্তার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান জানিয়েছে, এ ব্যাপারে জামালপুর সদর থানায় গ্রাহক সামছুন্নাহার বেগম বাদী হয়ে প্রতারণার অভিযোগ এনে খলিলুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামি খলিলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত