ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

১১তম গ্রেড দাবিতে শিক্ষকদের মানবন্ধন

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৫:৫১

১১তম গ্রেড দাবিতে শিক্ষকদের মানবন্ধন

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন করে ১১তম গ্রেড অন্তর্ভূক্তির এক দফা এক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বেতন বৈষম্য দূরীকরণ আন্দোলন কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় শিক্ষকরা বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল এবং ১১তম গ্রেডের বেতন বৈষম্য দূর করে অবিলম্বে তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এসময় বক্তব্য রাখেন বেতন বৈষম্য দূরীকরণ আন্দোলন কমিটির আহবায়ক মোঃ ইব্রাহিম ভূইয়া, যুগ্ন আহবায়ক আঞ্জুমান আরা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মানিক বিশ্বাস, সদস্য গুলশান আরামিতা সহ আরো অনেকে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত