ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

‘ডিজিটাল সার্ফিং সিটি হবে কক্সবাজার’

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১৫:৪৪  
আপডেট :
 ২১ মার্চ ২০১৯, ১৭:৪৬

‘ডিজিটাল সার্ফিং সিটি হবে কক্সবাজার’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘কক্সবাজারকে ঘিরে বৃহৎ কর্মপরিকল্পনা রয়েছে সরকারের। কক্সবাজারকে একটি ডিজিটাল সার্ফিং সিটি হিসেবে বিশ্বের কাছ তুলে ধরা হবে। এখানে অনেকগুলো বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রামুতে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক।’

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনফো সরকার প্রকল্প ( ৩ পর্যায় ) ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত ইনফো সরকার প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্ণেল (অব:) ফোরকান আহমেদ, ইনফো সরকার প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

হিলডাউন সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ ও বিসিসি-র সহযোগীতায় অনুষ্ঠিত সভায় পদস্থ সরকারি কর্মকর্তা, ইউডিসি উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত