ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

শেষ হলো সাধুসঙ্গ, উৎসব চলবে

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১৬:৩৩

শেষ হলো সাধুসঙ্গ, উৎসব চলবে

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসবে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে পূণ্যসেবার মধ্য দিয়ে শেষ হয়েছে সাধুসঙ্গ। তবে স্মরণোৎসব চলবে আরো একদিন।

বাউলের চারণভূমিতে আসা হাজার হাজার লালনভক্ত, সাধু-গুরু বৃহস্পতিবার সকালের অধিবাসে কর্তৃপক্ষের দেয়া পায়েশ ও মুড়ির বাল্যসেবা নেন। দুপুরে তারা মরা কালীগঙ্গায় গোসল সেরে ইলিশ মাছ-ভাত ও ত্রিব্যাঞ্জন দিয়ে (তিন ধরনের সবজি দিয়ে তৈরি তরকারি) দুপুরের খাবার পুণ্যসেবা গ্রহণ করেন।

বৃহস্পতিবার দুপুর ১টা। লালন একাডেমির প্রধান ফটক তখন বন্ধ। ভেতরে লাইন দিয়ে কলাপাতা সামনে নিয়ে হাজার হাজার সাধু ফকিরের অপেক্ষা। সবাই খাবার পাবার পর বিশেষ আওয়াজ দিয়ে জানিয়ে দেয়া হলো বিতরণ শেষ। এবার খাওয়া শুরু হলো একযোগে। ইলিশ মাছ, ভাত ও সবজি দিয়ে প্রায় ৫ হাজার বাউল, সাধু ফকির পুণ্যসেবা গ্রহণ করেন। এছাড়াও দই মিষ্টি খাওয়ানো হয়। দাওয়াত ছাড়াই মানুষ ছুটে আসে দলে দলে, হাজারে হাজারে।

কুষ্টিয়ার লালন মাজারের খাদেম ফকির মহাম্মদ আলী জানান, সকালে বাল্যসেবা, দুপুরে পূণ্যসেবার মধ্য দিয়ে সাধুদের মূল পর্ব সাধুসঙ্গ শেষ হয়েছে। কিছু কিছু সাধু চলে যাবে। আবার কেউ কেউ থেকে যাবে শুক্রবার পর্যন্ত। আবার সাধুদের দেখা যাবে শাহজীর তিরোধান দিবসে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত