ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

শার্শায় মার্কেটে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১৮:১৪

শার্শায় মার্কেটে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

যশোরের শার্শা উপজেলার নাভারণে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাভারণ বাজারের মোরাদ হোসেন মার্কেটে বিভিন্ন কোম্পানির ডিলারশিপ গোডাউনে আগুন লাগে। এসময় যশোর-বেনাপোল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, নাভারণ বাজারে শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। গোডাউনে আগুন লাগার পর মার্কেটের আশে পাশের দোকানদাররা আতংকিত হয়ে নিজ দোকানের মালামাল বের করতে থাকেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হয়নি।

এসময় মার্কেটের ৫/৭ টি দোকান পুড়ে যায়। মোরাদ হোসেনের নিজের (বিভিন্ন কোম্পানির ডিলারশিপ) গোডাউনে থাকা কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের কারণে যশোর-বেনাপোল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দু'পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

মার্কেটের মালিক মোরাদ হোসেন জানান, তার গোডাউনে অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বিদ্যুতের শট সার্কিটের কারণে আগুন লাগে। তবে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত