ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

স্থগিত গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা

  গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১৮:৪১  
আপডেট :
 ২১ মার্চ ২০১৯, ১৮:৪৩

স্থগিত গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা

উচ্চ আদালতের নির্দেশে স্থগিত গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন ৩১ মার্চ রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের ২০ মার্চ ২০১৯ তারিখের পত্র নং ০০.০০০০.০৭৯.৪০.০১৮.১৯-২১৬ মোতাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে চেয়ারম্যান পদে নাজমুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে নাজমুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত নাজমুল ইসলামকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী তালিকায় অন্তর্ভুক্ত করাসহ প্রতীক বরাদ্দের আদেশ দেন। ফলে হাইকোর্টের আদেশে ১৮ মার্চের গোবিন্দগঞ্জ উপজেলার ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এখন চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ প্রধান (নৌকা), স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মুকিতুর রহমান রাফি (ঘোড়া), স্বতন্ত্র জাহিদ চৌধুরী (আনারস), স্বতন্ত্র ফেরদাউস আলম রাজু (দোয়াত কলম), স্বতন্ত্র ওয়ার্কাস পার্টির আবদুল মতিন মোল্লা (হাতুড়ি) ও স্বতন্ত্র নাজমুল ইসলাম।

এদিকে নাজমুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ছিলেন। এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত