ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

শার্শায় ৭ সোনার বারসহ আটক ২

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ২০:২৩

শার্শায় ৭ সোনার বারসহ আটক ২

যশোরের শার্শা সীমান্ত থেকে সাতটি সোনার বারসহ মনিরুজ্জামান (৪৮) ও আবুল খায়ের (৫০) নামে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কায়বা সীমান্ত এলাকা থেকে বিজিবি তাদের আটক করলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ খবর জানানো হয়।

আটক মনিরুজ্জামান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাগাডাংগা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ও আবুল খায়ের একই উপজেলার দারকি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্যে দুই জন পাচারকারী সোনা নিয়ে সীমান্তের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে কায়বা বিজিবি ক্যাম্পের একটি টহল দল গাজীর কায়বা ব্রিজের কাছে অবস্থান নেয়। পাচারকারী মনিরুজ্জামান ও আবুল খায়ের সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ছোট বড় সাতটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত