ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

রেস্টুরেন্টে পচা-বাসি খাবার, জরিমানা

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৬:১২  
আপডেট :
 ২৫ মার্চ ২০১৯, ১৮:১৮

রেস্টুরেন্টে পচা-বাসি খাবার, জরিমানা

সিলেট নগরীতে অভিযান চালিয়ে দুটি জনপ্রিয় রেস্টুরেন্টে পচা ও বাসি খাবার রাখার অপরাধে ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

রেস্টুরেন্ট দুটি হলো উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে পানকৌড়ি রেস্টুরেন্ট ও চৌহাট্টাস্থ আলপাইন রেস্টুরেন্ট।

সোমবার বেলা ১২টার দিকে নগরীতে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার ও শুল্ক অধিদপ্তর। প্রায় ২ ঘন্টাব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার ও শুল্ক অধিদপ্তর সিলেট মেট্রো এর সহকারী পরিচালক মো. ফয়েজ উল্লাহ ও মো. জাহাঙ্গীর আলম।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং পচা-বাসি খাদ্যদ্রব্য থাকায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে পানকৌড়ি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও বাসি খাবার রাখায় চৌহাট্টাস্থ আলপাইন রেস্টুরেন্টকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত