ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৫

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৭:০২

নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৭ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কলাবাড়ী ইউনিয়নে শিমুলবাড়ী ও কান্দি ইউনিয়নের গৌতেমারাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মারাত্মক আহত রবীন্দ্রনাথ বল্লব (৪০), সুমন্ত বল্লব (৩৫), জয়দেব গাইন (২৮), রিপন বল্বব (১৯), সন্তোষ গাইন (৪৭), অনিতা গাইন (৩০) ও ইন্দ্রভূষণ বিশ্বাসকে (৫০) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

জানাগেছে, উপজেলার শিমুলবাড়ী গ্রামের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান হাওলাদারে সমর্থকদের উপর বিজয়ী চেয়ারম্যান প্রার্থী বিমল কৃষ্ণ বিশ্বাসের সমর্থক রসময় গাইন ও লোকজন হামলা চালায়।

এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে নারীসহ অন্তত ১৪ জন আহত হন। মারাত্মক আহত ৬ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে উপজেলা কান্দি ইউনিয়নের গৌতেমারাবাদ গ্রামের নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী বিমল বিশ্বাসের সমর্থক টিটব বাড়ৈ পরাজিত প্রার্থী মুজিবুর রহমান হাওলাদারের সমর্থক ইন্দ্রভূষন বিশ্বাসকে (৫০) মারধর করে। এতে সে মারাত্মক আহত হলে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, উপজেলায় কয়েকটি স্থানে মারামারির কথা শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।

অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তবে এখন পুরো উপজেলার পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত