ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কাভার্ডভ্যান চাপায় নিহত এক

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৭ মার্চ ২০১৯, ০৮:০৩

কাভার্ডভ্যান চাপায় নিহত এক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় সায়েদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সায়েদুর ওই এলাকার মন্নর আলীর ছেলে। তিনি স্থানীয় কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের হোস্টেলে বাবুর্চির কাজ করতেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হোস্টেলের খাবার রান্না করে সাইকেলে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান সায়েদুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক ও তার সহযোগী দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত