ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

কুসিকে রিটার্নিং ওয়াল নির্মাণের দুই মাসের মধ্যে ধস

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:২৮

কুসিকে রিটার্নিং ওয়াল নির্মাণের দুই মাসের মধ্যে ধস

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রিটার্নিং ওয়াল নির্মাণের দুই মাসের মধ্যেই ধসে পড়েছে। নগরীর নোয়াগাঁও চৌমুহনী থেকে বেলতলী সড়কের নোয়াগাঁও রেলগেইটের পূর্ব অংশে আনুমানিক দুইশো মিটার রিটার্নিং ওয়াল খালে ধসে পড়ে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে।

কুসিক সূত্র জানায়, নগরীর নবাব বাড়ি চৌমুহনী থকে নোয়াগাঁও হয়ে বেলতলী ব্রিজ পর্যন্ত ৯ কিলোমিটার দীর্ঘ এই রিটার্নিং ওয়ালের নির্মাণ ব্যয় প্রায় ১০ কোটি টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান এমসিএইচএল এবং হক এন্টারপ্রাইজ যৌথ উদ্যাগে নির্মাণ কাজটি করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাহির থেকে দেখতে দৃষ্টিনন্দন হলেও নির্মাণ কাজটি অত্যন্ত নিম্ন মানের এবং যাচ্ছে তাই ভাবে করা হয়েছে। নোয়াগাঁও থেকে বেলতলী পর্যন্ত বিভিন্ন জায়গায় এই রিটার্রিং ওয়াল কোথাও কোথাও বাঁকা ও ফাটল দৃশ্যমান আছে।

কুসিকের মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, ধসে পড়ার পর বৃহস্পতিবার কুসিকের প্রকৌশলীরা উক্ত স্থানটি পরিদর্শন করেছেন। সাথে ওয়ার্ল্ডব্যাংক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রাথমিক ভাবে রেল লাইন নির্মাণের ভারি যানবাহনের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি। বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পঠিত