ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে ট্রেনে ঝাঁপ!

  ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৯, ১৪:৫৭

রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে ট্রেনে ঝাঁপ!

ফেনীতে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মো. আলি হোসেন (৫০) নামের এক ব্যক্তি। সোমবার সকালের দিকে রেলস্টেশন সংলগ্ন হকার্স মার্কেটের পিছনে রেললাইনের উপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফেনী রেলওয়ে পুলিশ জানিয়েছে, আলি হোসেনের মরদেহ উদ্ধারের সময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে, রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

নিহত আলি হোসেনের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার পুর্বসাহেব নগর গ্রামে।

নিহতের ছেলে মো. সেলিম জানায়, ফেনী ডায়াবেটিস হাসপাতালে ডাক্তার দেখানোর কথা বলে আজ সকাল ৮টার দিকে ঘর থেকে বেড়িয়ে যায় তার বাবা। আর ফিরে আসেননি তিনি। বাবার ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হারুণ উর রশিদ জানান, চাঁদপুরগামী সাগরিকা ট্রেনের ধাক্কায় আলি হোসেন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে সোমবার সকাল পৌনে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এনএইচ/
  • সর্বশেষ
  • পঠিত