ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

চলে গেলেন বাউল শিল্পী ঠাণ্ডু বয়াতি

  সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৭ মে ২০১৯, ২০:০৮  
আপডেট :
 ০৭ মে ২০১৯, ২০:০৯

চলে গেলেন বাউল শিল্পী ঠাণ্ডু বয়াতি

সিরাজগঞ্জের জনপ্রিয় বাউল শিল্পী ঠান্ডু বয়াতি মারা গেছেন। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার কাটাওয়াবদার পাশে ছোট্ট একটি ছাপরা ঘরে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।

তার পালিত ছেলে আলম বয়াতি জানান, কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মঙ্গলবার জোহরের আজানের পর তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের কাছে নেয়ার আগেই তিনি মারা যান।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, তার ভক্ত ও গানের শিষ্যরা বাড়িতে ভিড় জমায়। সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরাম, সিরাজগঞ্জ বাউল একাডেমি তার আত্মার মাগফেরাত কামনা করে। বাদ মাগরিব মালশাপাড়া কবরস্থানে তাকে কবর দেয়া হয়।

সিরাজগঞ্জের বাউল সংগীতের একজন নিবেদিতপ্রাণ ছিলেন ঠান্ডু বয়াতি। মঞ্চের পাশাপাশি তিনি হাটে, ঘাটে মাঠে ময়দানে গান গেয়েছেন। গান গেয়ে অর্থ তুলে জীবীকা নির্বাহ করতেন তিনি।

ঠান্ডু বয়াতির মৃত্যুতে জেলা কালচারাল অফিসার মাহমুদল হাসান লালন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সভাপতি জান্নাত আরা তালুকদার হেনরি, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক দিলীপ গৌর, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুণ গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত