ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ছাত্রলীগ নেতার বাবার আমবাগানে গাঁজা চাষ

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০১৯, ১৫:১২

আমবাগানে গাঁজা চাষ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় আমবাগানে অভিযান চালিয়ে শতাধিক গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। সোমবার এ অভিযান চালানোর সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার পৌর শহরের মিরপুর মহল্লায় এঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ওই জমি আফাজ উদ্দিন নামের এক ব্যক্তি। আনোয়ার হোসেন নামের আরেকজন দীর্ঘদিন থেকে জমিটি ইজারা নিয়ে চাষাবাদ করছেন। আনোয়ার উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাকের বাবা। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মংলা হেমব্রম। তিনি ওই জমির তত্ত্বাবধায়ক।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, মিরপুর মহল্লায় একটি আমবাগানে গাঁজা চাষ হচ্ছিল। সোমবার বিকেলে সহকারী পুলিশ সুপার মিথুন সরকারের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ সেখান থেকে ১৫ দিন থেকে ১ বছরের বেশি বয়সের শতাধিক গাঁজার গাছ জব্দ করে। এগুলোর ওজন প্রায় ২০০ কেজি। এ সময় বাগান থেকে মংলা হেমব্রমকে আটক করা হয়।

মংলা জানিয়েছেন, তিনি ছয় মাস থেকে এখানে কর্মরত রয়েছেন। আনোয়ার হোসেন তাকে এ কাজে নিয়োগ দেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত