ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ঢাকায় স্বামীর চিকিৎসা করাতে এসে প্রাণ গেলো গৃহবধূর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০১৯, ১৫:০৪  
আপডেট :
 ১৮ মে ২০১৯, ১৬:২০

ঢাকায় স্বামীর চিকিৎসা করাতে এসে প্রাণ গেলো গৃহবধূর

রাজধানীর এলিফ্যান্টরোডে যাত্রীবাহী উবারের প্রাইভেটকারে অন্য একটি প্রাইভেটকারের ধাক্কায় ফুলবিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ছয়জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর এলিফ্যান্টরোডস্থ বাটা সিগন্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন কামাল হোসেন জানান, তাদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য তারা সপরিবারে সাতজন ঢাকায় আসেন। সদরঘাট লঞ্চ টার্মিনালে নেমে সেখান থেকে ভাড়ায় চালিত উবার প্রাইভেটকারে করে ধানমন্ডি একটি হাসপাতালে যাচ্ছিলেন তারা। সেখানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল জানান, এলিফ্যান্টরোড বাটার সিগন্যাল মোড়ে ভাড়ায়চালিত যাত্রীবাহী উবার প্রাইভেটকারে অন্য একটি প্রাইভেটকার মাঝামাঝি বরাবর ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী প্রাইভেটকারটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ফুলবিবিকে সকাল সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।

যে প্রাইভেটকারটি ধাক্কা দিয়েছিল তার চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি প্রাইভেটকার জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত