ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

‌‌সব ধর্মের মানুষের শান্তি নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য

  পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০১৯, ২০:৪৩

‌‌সব ধর্মের মানুষের শান্তি নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, শুধু পানাহারে সংযমের নাম রোজা নয়। সংযম হতে হবে সব খারাপ কাজ কর্ম হতে। আসুন সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

শনিবার বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধর্মের মানুষের শান্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার পর ৪৭ বছরে শেখ হাসিনার সময়ে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল। আজ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। শেখ হাসিনার এ উন্নয়নের জন্য বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেল বলা হয়। তিনি সব ধর্মের লোককে শান্তিতে বসবাস নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তিনি একজন আদর্শ ও ঈমানদার মুসলমান। তাই একমাত্র তার সময়েই এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ্য, খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত