ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৪ মিনিট আগে
শিরোনাম

ফেনসিডিল ফেলে পালিয়ে গেলো মাদক ব্যবসায়ীরা

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০১৯, ১৬:৫২

ফেনসিডিল ফেলে পালিয়ে গেলো মাদক ব্যবসায়ীরা

বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রাম থেকে মাদক কারবারীদের ফেলে যাওয়া ৩৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে এগুলো উদ্ধার হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন মাদক চোরাচালানীর নামে মামলা হয়েছে পোর্ট থানায়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদে জানা যায় ভারত থেকে একটি মাদকের চালান নিয়ে চোরাচালানীরা যশোরে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার পিন্টু লাল দাস, এস আই কাজী এহসানুল হকসহ একদল পুলিশ বাহাদুরপুর গ্রামে অভিযান চালায়। মাদক চোরাচালানীরা পুলিশের উপস্থিত টের পেয়ে ১৪টি প্লাস্টিকের জালি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা খুলে তার মধ্যে ৩৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসা হয়।

এসব মাদকের মালিকের নাম পরিচয় পাওয়ার পর ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন, বাহাদুরপুর গ্রামের কালু বিশ্বাসের ছেলে আনিছুর রহমান (২৭), একই গ্রামের মধু মোল্লার ছেলে জামশেদ আলী (৩৫) ও জেলেপাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে বড় খোকা (৪২)। আসামিদের আটকে অভিযান চলছে বলে জানান ওসি তদন্ত।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত