ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

হানিফ-এস আরসহ পাঁচ পরিবহন কোম্পানিকে জরিমানা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০১৯, ১৭:৩০

হানিফ-এস আরসহ পাঁচ পরিবহন কোম্পানিকে জরিমানা

ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় চলাচলকারী হানিফ, এস আর ট্রাভেলসসহ পাঁচটি পরিবহন কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি দল। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার অভিযানের নেতৃত্ব বুধবার রাজধানীর মহাখালী ও কল্যাণপুর বাস টার্মিনালে অভিযান চালানো হয়। এসময় সহকারী পরিচালক আফরোজা রহমান ও আবদুল জব্বার মন্ডল এবং অধিদপ্তরের কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করায় মহাখালী বাস টার্মিনালে এস আর ট্রাভেলস ও এস আই ট্রাভেলসকে ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কল্যাণপুর বাস কাউন্টারে শাহ ফতেহ আলী পরিবহন ও হানিফ এন্টারপ্রাইজকে একই অপরাধে ৪০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একজন যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ভাড়ার চেয়ে টিকিটের মূল্য বেশি নেওয়ায় এস আর ট্রাভেলসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে পাঁচটি পরিবহনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত