ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মসজিদে শিশুদের প্রবেশ নিষেধ, কমিটির দুঃখপ্রকাশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০১৯, ২০:১৩  
আপডেট :
 ২২ মে ২০১৯, ২০:১৬

মসজিদে শিশুদের প্রবেশ নিষেধ, কমিটির দুঃখপ্রকাশ

রাজধানীর উত্তরার ১০ নম্বরে একটি মসজিদে শিশুদের নিয়ে প্রবেশ নিষিদ্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনায় মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইমাম দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা নোটিশের জবাব পেয়েছি। নোটিশে দেওয়া শর্তানুযায়ী মসজিদ কমিটি তাদের বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে। পাশাপাশি একটি জাতীয় দৈনিকেও বিজ্ঞপ্তি দিয়ে তারা অনুশোচনা প্রকাশ করেছে। তাই আপাতত মসজিদ কমিটির বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

শিশুদের নিয়ে মসজিদে প্রবেশ নিষিদ্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনায় গত ১১ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান এক আইনি নোটিশ পাঠান। নোটিশের জবাবে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইমাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক থেকে বিজ্ঞপ্তি পেয়ে উত্তরার ১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতিকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী। ওই বিজ্ঞপ্তির জন্য অনুশোচনা প্রকাশ করতে মসজিদ কমিটিকে তাগিদ দেওয়া হয়। এরপর নোটিশের শর্ত অনুযায়ী একটি জাতীয় পত্রিকায় ওই বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেয় মসজিদ কমিটি।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত