ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রায়পুরে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ শুরু

  রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

প্রকাশ : ২৩ মে ২০১৯, ১৫:৪৬

রায়পুরে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ শুরু

রায়পুরে বোরো ধান সংগ্রহের অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রায়পুর উপজেলার খাদ্য গুদামে এই সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোতাছেম বিল্লাহ, উপজেলা খাদ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, খাদ্য গুদাম কর্মকর্তা নাইমুল করিম টিটু ও খাদ্য পরিদর্শকসহ বেশ কয়েকজন কৃষক। তবে সীমিত সংখ্যক কৃষকের জন্য এমন সুবিধা থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহ জানান, কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই তাদের কাছ থেকে সরকার সরাসরি ধান ক্রয় করছে। অন্যদিকে, বিক্রয় করতে পেরে খুশি কৃষকরা।

প্রসঙ্গত, এবার রায়পুরে ৭ হাজার ৩৯০ হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে। এতে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা মাত্র ২১৮ মেট্রিকটন। এ বছর ১ হাজার ৪০ টাকা প্রতি মণ কেজি ২৬ টাকা সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষক থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। প্রত্যেক কৃষক থেকে ন্যূনতম ১২০ কেজি থেকে সর্বোচ্চ এক হাজার দুই’শ কেজি ধান সংগ্রহ করা হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত