ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

২ দিনের আল্টিমেটাম শ্রমিক নেতাদের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০১৯, ১৮:২১  
আপডেট :
 ২৪ মে ২০১৯, ১৮:২৪

২ দিনের আল্টিমেটাম শ্রমিক নেতাদের

আগামী ২ দিন অর্থাৎ ২০ রোজার মধ্যে বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস ও মে মাসের মজুরিসহ সব বকেয়া দেওয়া না হলে শিল্পাঞ্চলগুলোতে কঠোর কর্মসূচি দেয়া বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতারা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।

এসময় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিকনেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, গার্মেন্ট মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে কানাডা-আমেরিকা-মালয়েশিয়ায় পারি জমান কেনা-কাটা ও ঈদ উদযাপনের জন্য।

সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০ রমজানের মধ্যে বেসিকের সমান ঈদবোনাস ও মে মাসের সম্পূর্ণ মজুরিসহ সব বকেয়া পরিশোধ না হলে শিল্পাঞ্চলগুলোতে কর্মসূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • পঠিত