ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

মিষ্টির দোকানে ভিজিডির চাল

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০১৯, ১৯:৫০

মিষ্টির দোকানে ভিজিডির চাল

দিনাজপুরের নবাবগঞ্জে ভিজিডির ১০ বস্তা চাল মিষ্টির দোকান থেকে জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

তিনি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে উপজেলার দাউদপুর বাজারের রাজু দই মিষ্টি ভাণ্ডারের ভেতরে গোপন স্থান থেকে খাদ্য অধিদপ্তরের সিল মোহরযুক্ত ভিজিডি ভোগীদের জন্য সরকারিভাবে প্রদত্ত ১০ বস্তা চাল উদ্ধার করেন।

এ সময় দোকানের মালিক মজমুল হক জানান, তার খালা দাউদপুর ইউনিয়নের ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের সদস্যা জামেনা বেগম তার অনুপস্থিতিতে চালগুলো রেখে গেছেন।

ইউপি সদস্যা জামেনা বেগমের সাথে মুঠো যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহেল আজিম সোহাগ জানান, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ থেকে বিগত ৫ মাসের ভিজিডির চাল দেয়া হয়। লাভলী বেগম ও হাবিবা বেগম নামক ২ কার্ডধারীর চাল একত্রিত করে ইউপি সদস্যা তার ভাগনের মিষ্টির দোকানে নিয়ে রাখেন। নিজে বাড়িতে না নিয়ে কেন চালগুলো রেখেছিলেন এ বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মশিউর রহমান জানান, এ বিষয়ে জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত