ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বৃষ্টিতে উঠে এলো মাটির নিচে পুঁতে রাখা সরকারি ওষুধ

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০১৯, ১৯:৪৬  
আপডেট :
 ২৫ মে ২০১৯, ১৯:৫১

বৃষ্টিতে উঠে এলো মাটির নিচে পুঁতে রাখা সরকারি ওষুধ

মাটিচাপা দেয়া কমপক্ষে ১০ বস্তা সরকারি ওষুধ ও গজ ব্যান্ডেজসহ বিভিন্ন সরঞ্জাম বৃষ্টির পানির চাপে ভেসে উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ দৃশ্য সাধারণ মানুষের চোখে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, অসৎ উদ্দেশ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেপটিক ট্যাংকির পাশে প্রায় ১০ বস্তা বিভিন্ন ধরনের ওষুধ ও গজ ব্যান্ডেজসহ নানা ধরনের সরঞ্জাম কবরের মত করে মাটি চাপা দেয়া ছিল।

সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পানির চাপে ওষুধের বস্তাগুলো মাটি ফুড়ে ভেসে ওঠে। এ সব গজ ব্যান্ডেজ টাটকা এবং ওষুধের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানায়, ভেসে ওঠা ওষুধগুলো পুনরায় মাটি চাপা দেয়ার জন্য লেবারদের সাথে দরকষাকষি করতে গেলেই ঘটনা ফাঁস হয়ে যায়।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শাহজাহান আলী জানান, তিনি বিষয়টি জেনেছেন। তবে তিনি দাবি করেন, তার দায়িত্বকালিন সময়ে এ ঘটনা ঘটেনি। তিনি যোগদানের আগে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত