ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

পরিবারের সাথে ইফতার করা হলো না প্রকৌশলী হারুনের

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০১৯, ২২:০৯

পরিবারের সাথে ইফতার করা হলো না প্রকৌশলী হারুনের

প্রকৌশলী হারুনুর রশিদের (৬০) পরিবার নিয়ে ইফতার করা হলো না। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

ইসলামপুর থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় মেলান্দহ- ইসলামপুর সড়কের বুরুঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। গুরুতর আহত হারুনুর রশিদকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মাদারগঞ্জের পাটাদহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেন তরফদারের ছেলে নিহত হারুনুর রশিদ ইসলামপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। জামালপুর শহরের নয়াপাড়া কলাবাগান এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

নিহতের ছেলে রাশেদুজ্জামান বাবু বলেন, আব্বু অফিস শেষ করে ফোন দিয়ে আমাদের সাথে ইফতার করবেন বলে জানিয়েছিলেন। ইফতার প্রস্তুত করে আব্বুর জন্য অপেক্ষা করছিলাম। আব্বু ইফতার খেতে আসলেন না। ইফতারের সময় মোবাইল ফোনে আব্বুর মৃত্যুর সংবাদ পাই।

প্রকৌশলী হারুনুর রশিদের মৃত্যুর খবরে হাসপাতালে আত্মীয় স্বজন, সহকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষের ভিড় জমে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত