ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

দাম বেশি নেয়ায় ‘বেস্ট বাই’কে জরিমানা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৬:৫১

দাম বেশি নেয়ায় ‘বেস্ট বাই’কে জরিমানা

পণ্যের দাম বেশি নেয়ার অভিযোগে ‘প্রাণ-আরএফএল’ গ্রুপের ‘বেস্ট বাই’কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রাজধানীর মনিপুরিপাড়া এলাকার ওই বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আবদুল জব্বার। অভিযানে সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১১ এর সদস্যরা।

উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘প্রাণ-আরএফএল’ গ্রুপের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ পণ্যের নির্দিষ্ট মূল্যের লেবেলে দাম বেশি লিখে রাখে। এটি এক ধরনের বড় প্রতারণা। তাই এ প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আবদুল জব্বার বলেন, ‘বেস্ট বাই’র বিক্রয় কেন্দ্রে জগ, মগসহ নিত্যব্যবহার্য বিভিন্ন পণ্যের মূল্য টেম্পারিং করা হয়েছে। প্রাণের মতো বড় প্রতিষ্ঠানের এ অপরাধ প্রবণতায় ভোক্তারা ঠকছেন।

তিনি বলেন, এ ধরনের দুর্নীতি প্রতিরোধে আমাদের অভিযান চলবে।

এর আগে প্রাণের তিনটি পণ্যে ভেজাল পায় জাতীয় মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসটিআই। সেগুলো হচ্ছে- প্রাণের গুঁড়া হলুদ, কারি পাউডার ও লাচ্ছা সেমাই। এ তিনটি পণ্যসহ বিভিন্ন কোম্পানির ৫২টি পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন উচ্চ আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং বিএসটিআইকে এ নির্দেশ দেয়া হয়। পরে প্রাণের ওই পণ্য তিনটির সনদ স্থগিত করা হয়।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত