ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

মালয়েশিয়াগামী ৫৮ রোহিঙ্গা উদ্ধার, দুই দালাল আটক

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০১৯, ২২:৫৩

মালয়েশিয়াগামী ৫৮ রোহিঙ্গা উদ্ধার, দুই দালাল আটক

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়াগাশী ৫৮ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার কারেছে কোস্টগার্ড। এসময় মানবপাচারে জড়িত দুই দালালকেও আটক করা হয়। জব্দ করা হয় একটি ট্রলার।

কোস্টগার্ড সেন্টমাটিন স্টেশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, উদ্ধার করা রোহিঙ্গাদের মধ্যে ২০ জন পুরুষ, ২৮ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালায় কোস্টগার্ড।

আটককৃত দালালরা হলো টেকনাফ নাইক্ষ্যং পাড়া মৃত রশিদ আহমদের ছেলে জুয়েল (২৩) ও উখিয়ার কুতুপালং ৫ নং রোহিঙ্গা শরণার্থী শিবিরের হাবিব উল্লাহ’র ছেলে ওমর ফারুক (২৩)

কোস্টগার্ডের ওই কর্মকর্তা জানান, দালালদের সহযোগিতায় কয়েকদিন ধরে জড়ো হয়ে সেন্টমার্টিনের বঙ্গোপসাগর হয়ে ট্রলারে করে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছিলো। উদ্ধার করা রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক দুই দালালকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত