ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

পুত্রবধূর সাথে ঝগড়া, ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিলেন শ্বশুর

  মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৯ জুন ২০১৯, ১৪:৪৬  
আপডেট :
 ০৯ জুন ২০১৯, ১৪:৪৬

পুত্রবধূর সাথে ঝগড়া, ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিলেন শ্বশুর

পুত্রবধূর সাথে ঝগড়া করে চলন্ত ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দিয়েছেন ৭০ বছর বয়স্ক শ্বশুর। এ ঘটনার পর থেকে আমজাদ গাজী নামের ওই বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। রোববার দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের শাহ মখদুম ফেরি থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আমজাদ গাজীর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান বাংলাদেশ জার্নালকে জানান, স্বজনদের সঙ্গে ঈদ উপভোগ করে ছেলে ও পুত্রবধূর সাথে রাজধানীতে ফিরছিলেন ওই বৃদ্ধ। বেলা সাড়ে ১১টার দিকে তারা দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার জন্য শাহ মখদুম ফেরিতে ওঠেন। ফেরিতে পুত্রবধূর সাথে তার পারিবারিক বিষয় নিয়ে কথাকাটি হয়। একপর্যায়ে ওই বৃদ্ধ ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে প্রচন্ত স্রোত থাকায় এখনও তাকে উদ্ধার করা যায়নি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত