ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

স্কুলের কক্ষেই মাদকের মজুদ!

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০১৯, ১৭:২২

স্কুলের কক্ষেই মাদকের মজুদ!

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাটি কানাইপুরের একটি স্কুলের কক্ষ থেকে ৫৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার ও একজনকে আটক করেছেন।

আটক ব্যক্তির নাম আবুল বাশার মোল্লা (৪৫)। তিনি ভাটি কানাইপুর এলাকার মৃত ছদন মোল্লার ছেলে ও মাতৃভূমি কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা।

র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি দল মঙ্গলবার ভোররাতে জেলার কোতোয়ালি থানাধীন ভাটি কানাইপুর গ্রামের বাশার মোল্লার বাড়ি ও স্কুলে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশে তার মালিকানাধীন মাতৃভূমি কিন্ডার গার্টেন স্কুলের টিনের ঘরের ভেতর থেকে ৫৫৯ বোতল ফেনসিডিল ও মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করেন।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তিনি যশোর জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল কিনে ফরিদপুরসহ আশেপাশের জেলার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত