ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

জেলা প্রশাসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০১৯, ১৭:২১

জেলা প্রশাসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানূর রহমানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। এরইমধ্যে কয়েকটি সামাজিক সংঙ্গঠনের ব্যানারে মানববন্ধন করেছেন তারা।

বুধবার বিকেল সাড়ে ৪ টা থেকে শহরের সরিষাহাটীর মোড়ে প্রধান সড়কের পাশে মানববন্ধন পালন করা হয়। কর্মসূচি চলে বিকেল ৫ টা পর্যন্ত। এতে স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

মানববন্ধনকালে বক্তারা বলেন, জেলা প্রশাসক মো. মিজানূর রহমান মাত্র কয়েক মাস আগে বদলি হয়ে নওগাঁ এসে পরিচ্ছন্ন জেলা গঠনে ব্যাপক উন্নয়ন কর্মসূচি শুরু করেছেন। কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন সম্পন্ন হলে দারিদ্রতা নিরসনসহ শিক্ষা ও স্থানীয় উন্নয়নে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। তাই তাকে আরো বেশ কিছুদিন নওগাঁর জেলা প্রশাসক হিসেবে পেতে চান স্থানীয়রা।

জেলা প্রশাসক মো. মিজানূর রহমানের বদলি আদেশ স্তগিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।

মানববন্ধনে জেলা মানবাধিকার কমিশন, নওগাঁ উন্নয়ন ফোরাম, আবাবিল সামাজিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মি ও সুধীজন অংশ নেন। বক্তব্য রাখেন- জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব, সামাজ কর্মি মাসুদ রানা, আতিক রহমান, আক্তার বানু, শিক্ষক শরীফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ১৯ জেলার জেলা প্রশাসকেকে রদবদল করে একটি প্রজ্ঞাপন জারি করে জন প্রশাসন মন্ত্রনালয়। এতে নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানূর রহমানকে ময়মনসিংহ জেলায় বদলি করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত