ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৮.২০ শতাংশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১৬:২৪

বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৮.২০ শতাংশ

আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। নতুন এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৮.২০ শতাংশ। বৃহস্পতিবার বিকেল ৩টা ৮ মিনিটে জাতীয় সংসদে ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ স্লোগান সংবলিত এই বাজেট পেশ করেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতেই অর্থমন্ত্রী ২০১৮-২০১৯ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের অনুমতি চান।

স্পিকার অনুমতি দেয়ার পর তিনি বাজেট উপস্থাপন শুরু করেন। সংসদে উপস্থিত আছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য ও এমপিরা।

চলতি অর্থবছর বাজেটের আকার চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। সে হিসাবে বাজেটের আকার বাড়ছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ।

নতুন বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। এই হিসাবে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৩৮ হাজার ৫৩০ কোটি টাকা।

প্রসঙ্গত, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা আছে ৭.৮ শতাংশ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত