ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চুয়াডাঙ্গা বিএডিসিতে শ্রমিক সংঘর্ষ, ৮ জন জখম

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০১৯, ১৬:০২

চুয়াডাঙ্গা বিএডিসিতে শ্রমিক সংঘর্ষ, ৮ জন জখম

চুয়াডাঙ্গার বিএডিসির দৌলাতদিয়াড় বীজ উৎপাদন কেন্দ্রে একদল কর্মরত শ্রমিকের সঙ্গে বহিরাগত শ্রমিকদের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে আহত ৮ জনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে বীজ উৎপাদন কেন্দ্রের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। আহত সবার বাড়ি চুয়াডাঙ্গা শহরতলীর বিএডিসির কাছে দৌলাতদিয়াড় গ্রামে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আহতরা হলেন, সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের ডাবলু হোসেন (৩৫), আব্দুল কাদের (২৫), ইয়াসিন আলী (২২), রকিব হোসেন (২৮), আরিফ হোসেন (৩৬), ফারুক হোসেন (২৮), আনারুল হক (৩২) ও তারেক হোসেন (৩৫)।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, শ্রমিকদের দুটি গ্রুপ আছে। একপক্ষের নেতৃত্ব দেয় ডাবলু। অপর পক্ষের নেতা আরিফ। শনিবার ডাবলু পক্ষের শ্রমিকরা কাজ করছিল। আরিফ পক্ষের শ্রমিকরা এসে কর্মরত শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হয়েছে আট জন। বিএডিসি এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত