ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবে বিমান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০১৯, ১০:৩৫

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবে বিমান

এখন থেকে যেকোনো অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গত রোববার বিমানকে এ অনুমতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

এ বিষয়ে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যাত্রী সুবিধাসহ বিমানের নিরাপত্তায় প্রথমবারের মতো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্পত্তি উদ্ধারসহ নানা ধরনের অনিয়ম ঠেকাতে পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত।

প্রজ্ঞাপনে বলা হয়, বিমানের পরিচালক (প্রশাসন) হিসেবে প্রেষণে আসা উপসচিব (যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) জিয়াউদ্দিন আহমেদ একই পদে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আওতাধীন এলাকাসমূহে অভিযান পরিচালিত হবে।

প্রথমবারের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুমতি পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাত্রীর লাগেজ কাটা, যাত্রী হয়রানি, টিকিট জালিয়াতি, সম্পত্তি উদ্ধারসহ নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমন কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে বিমানের মালিকানাধীন জমিসহ অস্থাবর সম্পত্তি হুকুম দখল, বিমান-নিরাপত্তাবিরোধী অপরাধ দমন আইন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন এবং দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক সাজা দেওয়ার পাশাপাশি যে কাউকে জরিমানা করতে পারবেন।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত