ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা দাবি, ভুয়া র‌্যাব আটক

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০১৯, ২০:৫১

ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা দাবি, ভুয়া র‌্যাব আটক

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই ইট ভাটার মালিককে র‌্যাব পরিচয় দিয়ে ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে সোহেল রানা (২৭) নামের এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

বুধবার বিকেলে র‌্যাব-১২ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক সোহেল রানা কুষ্টিয়া শহরতলীর হরিশংকরপুর এলাকার গোলজার শেখের ছেলে।

র‌্যাব-১২ কুষ্টিয়ার কমান্ডার লে. রুহুল আমিন জানান, মঙ্গলবার দুপুরে কুমারখালী উপজেলার গড়াই ইটভাটার মালিকের কাছে সোহেল রানা নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন এবং ক্রসফায়ারেরও হুমকি দেন। এ সময় কৌশলে ওই র‌্যাব সদস্যকে অন্য একটি কক্ষে বসিয়ে রেখে বিষয়টি র‌্যাব-১২ এর কাছে জানানো হয়। তারা দ্রুত সেখানে গিয়ে তাকে আটক করে। আটক ভুয়া র‌্যাব সদস্য সোহেল রানাকে কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত