ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

সেই তাসফিয়ার বাবার বিরুদ্ধে এবার দুদকের মামলা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০১৯, ২১:১৪

সেই তাসফিয়ার বাবার বিরুদ্ধে এবার দুদকের মামলা

গত বছর চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মুখ থুবড়ে পড়ে থাকা স্কুল শিক্ষার্থী তাসফিয়া আমিনের বাবা মো. আমিনের (৪২) বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বেলা সাড়ে দশটার দিকে সিএমপির ডবলমুরিং থানায় দুর্নীতি দমন আইনে মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

মামলায় মো. আমিনের বিরুদ্ধে ৬ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩২ লাখ ২৯ হাজার ৩৫৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। সিএমপির ডবলমুরিং থানার উপ-পরিদর্শক কায়সার হামিদ এই খবর নিশ্চিত করেছেন।

এসআই কায়সার বলেন, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে মো. আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন এ মামলার বাদি।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ২০ জুন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এ সম্পদ বিবরণী দাখিল করেন মো. আমিন। সম্পদ বিবরণীতে নিজ নামে মোট ১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৫৮৫ টাকার অস্থাবর সম্পদ প্রদর্শন করেন তিনি। কিন্তু দুদকের অনুসন্ধানে ১ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৯৩৮ টাকার সম্পদের তথ্য পান দুদকের অনুসন্ধান কর্মকর্তা মো. শরীফ উদ্দীন।

এছাড়া ৬ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্যও দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

মো. আমিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার কালা মোহাম্মদ আলীর ছেলে। গত বছরের ২ মে পতেঙ্গা থেকে উদ্ধার হওয়া স্কুল শিক্ষার্থী তাসফিয়া আমিনের বাবা মো. আমিন।

  • সর্বশেষ
  • পঠিত