ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১৫:৩৪

সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা

জনগণের অর্থে বেতন ভাতা হয়, এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে বিসিএস ক্যাডারদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যেহেতু তাদের টাকায় সব সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে, তাই তাদের ভাগ্য পরিবর্তন করাই লক্ষ্য হওয়া উচিত।

রোববার রাজধানীতে সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমিতে বিসিএসে নিয়োগ পেয়ে মাঠ পর্যায়ে কাজ করতে যাওয়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। এ সময় তিনি তার সরকারের উন্নয়নের চিন্তা তুলে ধরে প্রশিক্ষণার্থীদের দেশ ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি অর্থ জনগণের অর্থ, এটা মাথায় রাখতে হবে। আজকে যে বেতন, ভাতা যা কিছু পাচ্ছি, এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ-তাদেরই তো উপার্জিত অর্থ। তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের উন্নতি করা, এটাই তো আমাদের কর্তব্য।’

‘শুধু চাকরি করার জন্য চাকরি করা না, একটা কর্তব্যবোধ, দেশাত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা এবং তাদের প্রতি দায়িত্ববোধ-এই চিন্তাটা সব সময় মাথায় থাকলে পরে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা যায়।’

জনগণকে সম্মান করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণের পুনরুল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘জাতির পিতা সরকারি চাকুরেদের বলেছিলেন, ‘মনে রেখো, এটা স্বাধীন দেশ। এটা ব্রিটিশ কেলোনি নয়, পাকিস্তানের কলোনি নয়। যে লোককে দেখবে, তার চেহারাটা তোমার বাবার মতো, তোমার ভাইয়ের মতো। ওদের পরিশ্রমের পয়সায় তোমরা মাইনে পাও, ওরাই সম্মান বেশি পাবে। কারণ, ওরা নিজেরা কামাই করে খায়।’

‘মাঠ পর্যায়ে যারা যাবেন, জাতির পিতার এই মহা মূল্যবান কথাটা সব সময় স্মরণ রাখতে হবে’- বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘মাঠ পর্যায়ে যারা কাজ করবেন, ওখানকার মানুষের সমস্যাগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। সমাধানের পথ বের করতে হবে। তারা যেন ন্যায়বিচার পায়, সেদিকে দৃষ্টি দিতে হবে। শুধু গতানুগতিকভাবে দেশ চালালে চলবে না। দেশকে আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত চলতে হবে।’

‘জনগণকে সম্মান দেওয়ার শিক্ষা সব সময় পরিবার থেকে পেয়েছেন’ উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘ছোটবেলা থেকে বাবা আমাদের শিখিয়েছেন রিকশাওয়ালাকে আপনি বলতে। আমরা আপনি বলতাম। গাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতাম। নইলে আমাদেরকে বকা খেতে হতো। কাজেই সকলকে মর্যাদা দিয়ে চলতে হবে।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত