ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

এবার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১৫:৪৯

এবার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রতিটি অর্থ জনগণের অর্থ, এটা মাথায় রেখে কাজ করতে সরকারি চাকরিজীবীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘আজকে যে বেতন, ভাতা যা কিছু পাচ্ছি, এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ-তাদেরই তো উপার্জিত অর্থ। তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের উন্নতি করা, এটাই তো আমাদের কর্তব্য।’

‘শুধু চাকরি করার জন্য চাকরি করা না, একটা কর্তব্যবোধ, দেশাত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা এবং তাদের প্রতি দায়িত্ববোধ-এই চিন্তাটা সব সময় মাথায় থাকলে পরে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা যায়।’

রোববার রাজধানীতে সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমিতে বিসিএসে নিয়োগ পেয়ে মাঠ পর্যায়ে কাজ করতে যাওয়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। এ সময় তিনি তার সরকারের উন্নয়নের চিন্তা তুলে ধরে প্রশিক্ষণার্থীদের দেশ ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত করার লক্ষ্যের কথা তুলে ধরে এ জন্য যারা কাজ করবেন, তাদের সুযোগ সুবিধা বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘দেশটাক যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সকলের সুযোগ সুবিধা আরও বাড়বে। সব সময় চেয়েছি, যারা কাজ করবে, তাদের জব সেটিসফেকশন থাকতে হবে। তাদের বেতন ভাতা চলাচল যা কিছু-সব কিছু ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। সে জন্য সীমিত সাধ্যের মধ্যেও যতটা পেরেছি, সেই সুযোগটা আমি সৃষ্টি করে দিতে চেয়েছি।’

কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস নিয়ে কাজ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো একটা কাজ করতে গেলে কীভাবে করব, কয় টাকা আসবে, কোত্থেকে টাকা পাব, এত দুশ্চিন্তা না করে ভাবতে হবে এখানে কাজটা করলে লাভ হবে, তাহলে এটা হবে। কীভাবে এটা করা যায়, সেটা নিজে খুঁজে বের করতে হবে। নিজের ভেতরে ইনোভেটিভ চিন্তা ভাবনা থাকতে হবে। নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে।’

‘কাজটা পারব কি পারব না, এই দ্বিধা দ্বন্দ্বে ভুগলে চলবে না। অবশ্যই পারব। সব জায়গায় সব কিছু সাকসেসফুল নাও হতে পারি, তার পরেও আমি মনে করি, এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখতে হবে।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত