ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ট্রেনের বগি নদীতে, বহু হতাহতের শঙ্কা

  মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ০১:০৭  
আপডেট :
 ২৪ জুন ২০১৯, ০১:১৫

ট্রেনের বগি নদীতে, বহু হতাহতের শঙ্কা

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের তিনটি বগি নদীতে ছিটকে পড়েছে। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। রোববার রাত ১১ টার কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছে। তবে কর্তৃপক্ষের কেউ এখনও হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই ট্রনের যাত্রী আরটিভির স্টাফ রিপোর্টার আশিক মাহমুদ বলেন, ট্রেন দুর্ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। ট্রেনটির যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে ট্রেনটির যাত্রীরা জানিয়েছেন। নদীতে ছিটকে পড়া বগি থেকে মানুষের আর্তনাদ ভেসে আসতে শুনেছেন বলে জানিয়েছেন একাধিক যাত্রী।

বিস্তারিত আসছে...

  • সর্বশেষ
  • পঠিত