ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

আনোয়ার খানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী

রামগঞ্জের নতুন থানা ভবন নির্মাণ করা হবে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১৭:৫০  
আপডেট :
 ২৪ জুন ২০১৯, ২৩:৫৬

রামগঞ্জের নতুন থানা ভবন নির্মাণ করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় কর্তৃব্যরত পুলিশ সদস্যদের জন্য নতুন ভবন নির্মাণ করা হবে।

সোমবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সরকারি দলের সদস্য ড. আনোয়ার হোসেন খানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে থানায় প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ সম্প্রসারণ কাজ বাস্তবায়নের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা ইতোমধ্যে এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি বলেন, ওই প্রকল্পে নতুন থানা নির্মাণ,পার্শ্বীয় সম্প্রসারণ এবং উর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য মোট ৪২১টি থানা নির্বাচন করা হয়েছে। এরমধ্যে রামগঞ্জ থানাটি নতুন ভাবে নির্মাণের জন্য অন্তর্ভুক্ত আছে। প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হলে নির্মাণ কাজ শুরু করা হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত