ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

কনস্টেবল নিয়োগে অনিয়ম, ইন্সপেক্টরসহ ৫ পুলিশ ক্লোজড

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০১৯, ০১:২৫

কনস্টেবল নিয়োগে অনিয়ম, ইন্সপেক্টরসহ ৫ পুলিশ ক্লোজড

চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগে অনৈতিক সুবিধার অভিযোগে এক ইন্সপেক্টরসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। জেলায় কনস্টেবল নিয়োগে নেওয়ার প্রাথমিক অভিযোগে তাদেরকে রোববার পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টাস) আবুল বাশার।

পুলিশ জানায়, চলতি ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে জেলায় ১৫ জন পুরুষ ও ৩ জন নারী নেওয়া হবে। গত ২২শে জুন কনস্টেবল পদের চলমান নিয়োগে লিখিত পরীক্ষায় অনৈতিক সুবিধা নেওয়ার তথ্য পান জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান। ওই তথ্যের ভিত্তিতে একজন ইন্সপেক্টরসহ পাঁচ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টাস) আবুল বাশারকে প্রধান করে তিন সদস্যর একটি কমিটি করা হয়েছে।

পুলিশের কনস্টেবল নিয়োগে অনৈতিক অভিযোগে যারা ক্লোজড হয়েছেন তারা হলো ইন্সপেক্টর শহীদুজ্জামান, এ.এস.আই জাহিদুল ইসলাম, কনস্টেবল সাজ্জাত গাজী, কনস্টেবল হারুনা রশীদ ও কনস্টেবল কামরুল ইসলাম।

পাঁচজন পুলিশ সদস্য ক্লোজড হওয়ার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টাস) আবুল বাশার বলেন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত