ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জে নির্মাণাধীন সেতুতে ফাটল!

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০১৯, ১৬:৩৯

রামগঞ্জে নির্মাণাধীন সেতুতে ফাটল!

রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দাসপাড়া কুইয়ার বাড়ির সামনে ওয়াপদা খালের ওপর সেতু নির্মাণে নিন্মমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ কাজ শেষ না হতেই সেতুটিতে ফাটল ধরেছে। ওই ফাটল দেখতে গিয়ে সোমবার বিকেলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন প্রকল্প বায়স্তবায়ন কর্মকর্ত (পিআইও)।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ২০১৭-১৮ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ রাস্তায় ১৫মিটার দৈর্ঘ্য সেতু দাসপাড়া কুইয়ার বাড়ির সামনে ওয়াপদা খালের ওপর নির্মাণের জন্য ৩২ লক্ষাধিক টাকা বরাদ্দ দেয়া হয়। লক্ষ্মীপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান জাফলং সেতুটির নির্মাণ কাজ চলতি বছরের মার্চ মাসে শুরু করে।

এলাকাবাসী জানায়, সেতু নির্মাণে শ্রমিকেরা নিম্নমানের পাথর ব্যবহার, সিমেন্ট ও রড কম দেয়ায় দুই পাশের মাটি ভরাট করতে গেলে সেতুর উইন ওয়ালসহ বিভিন্ন স্থানে ফাটল ধরে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার বলেন, সেতু নির্মাণ কাজে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের চাহিদা পূরণ করতে গিয়ে কাজের মান খারাপ হয়। সেতুতে ফাটল ধরার পরও পিআইও জুন ক্লোজিংয়ের অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অর্থ ছাড় দিতে মরিয়া হয়ে উঠেছেন।

পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী জুয়েল রানা বলেন, জুল ক্লোজিংয়ের পরে ঠিকাদার পুনরায় কাজটি করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

উপজেলা ভারপ্রাপ্ত পিআইও (প্রকল্প বাস্তবায়ন অফিসার) মোশাররফ হোসেন বলেন, ভ্যাকু দিয়ে সেতুর গোড়ায় মাটি ভরাট করার সময় অতিরিক্ত চাপে সেতুর পূর্ব পাড়ের দুটি উইন ওয়ালসহ সেতুতে ফাটল ধরে। জুন ক্লোজিংয়ে বিল পাশ করলেও কাজ না করা পর্যন্ত টাকা আমাদের নিয়ন্ত্রণে রাখা হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত