ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ভারপ্রাপ্ত সচিব হলেন তিন কর্মকর্তা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০১৯, ১৬:৩৭

ভারপ্রাপ্ত সচিব হলেন তিন কর্মকর্তা

অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগে (সংস্কার ও সমন্বয়) ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা যায়, বিয়ামের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান মন্ত্রিপরিষদ বিভাগে (সমন্বয় ও সংস্কার) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) শেখ ইউসুফ হারুন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) জ্যেষ্ঠ সচিব শামসুল আরেফিন আগামী ২৯ জুন এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন আগামী ৩০ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান গত ১৪ জুন পিআরএলে যাওয়ার পর পদটি ফাঁকা হয়েছে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত