ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

শিক্ষাখাতে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাজেট বাংলাদেশে

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুন ২০১৯, ১৯:০৪

শিক্ষাখাতে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাজেট বাংলাদেশে

'২০১৯-২০ অর্থবছরে শিক্ষাখাতে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাজেট বাংলাদেশে’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর বগুড়া রোডস্থ কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-বরিশাল জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলার সাধারণ সম্পাদক মুজাম্মেল হক সাগর।

সভার শুরুতে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ছাত্রফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক তরিকুল ইসলাম ইশাত। আলোচনা করেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, মহিলা পরিষদের সহ-সভাপতি নূর জাহান বেগম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় সরকার ও অর্থনীতি বিভাগের প্রভাষক মার্জিয়া নমিসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকৃতি বিশাল হলেও শিক্ষা স্বাস্থ্যসহ গণমুখী খাতগুলিতে বরাদ্দের দিক থেকে এর দৈন্যতাও অপরিসীম। যেখানে আফগানিস্তানের মত দেশে জিডিপির ৩.৯৩ ভাগ শিক্ষাখাতে বরাদ্দ থাকে সেখানে আমাদের বরাদ্দ ২.১ ভাগ যা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। গবেষণা খাতে বরাদ্দ মাত্র ৫০ কোটি টাকা।

অথচ গার্মেন্টস মালিকদের প্রণোদনা ৩৩ হাজার কোটি টাকা। দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষায় বাজেট বরাদ্দের কোনো বিকল্প নেই। অথচ সেদিকে কোনো বাজেটেই পর্যাপ্ত গুরুত্ব দেয়া হচ্ছে না। বক্তারা জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২৫ ভাগ ও জিডিপির ৬ ভাগ বরাদ্দের দাবি জানান।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত