ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

চাঁদাবাজি করতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুন ২০১৯, ২০:১৩

চাঁদাবাজি করতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
নিহত শাকিল

চাঁদার টাকা আনতে গিয়ে সহযোগী রিমনের (১৭) ছুরিকাঘাতে খুন হয়েছে শাকিল (১৭) নামের কিশোর। মঙ্গলবার দুপুরে ছুরিকাঘাতের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শাকিল।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকার হাদিকুল আলমের বাসার ভাড়াটিয়া স্থানীয় বিএনএসবি চক্ষু হাসপাতালের কর্মচারী মাসুমের কাছে চাঁদা দাবি করতে আসে একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিমন ও নজরুল ইসলামের ছেলে শাকিল।

মাসুম তাদের বিকেলে আসতে বলেন। তখনই নেবে নাকি বিকেলে এসে চাঁদার টাকা নেবে এ নিয়ে দুই বন্ধুর মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে রিমনের ছুরিকাঘাতে গুরুতর জখম হয় শাকিল। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে ঢাকা মেডিকেলে মারা যায় শাকিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ বাসার মালিক ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ জানায়, চাঁদা আনতে গিয়ে দুই বন্ধুর মধ্যে মতবিরোধের ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে রিমন পলাতক।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত