ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

পরোয়ানা জারি হলেই ডিআইজি মিজানকে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০১৯, ২১:০৬

পরোয়ানা জারি হলেই ডিআইজি মিজানকে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরোয়ানা জারি হলেই সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের বিতর্কিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী’ আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত হবে এবং তারপর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার বিতর্কিত ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালের ৩ মে ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। অর্থপাচারের সাথেও তার সম্পৃক্ততার অভিযোগ পায় কমিশন।

একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকাকে হুমকি দেয়ার অভিযোগে গত বছরের ৯ জানুয়ারি ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিআইজি মিজানকে প্রত্যাহার করা হয়।

মিজান ২০১৭ সালের জুলাইয়ে ২৫ বছর বয়সী এক নারীকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত