ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মহাসড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি!

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ০১ জুলাই ২০১৯, ১৭:২৮

মহাসড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি!

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি-ডেমরা আঞ্চলিক মহাসড়কে ধুলাউড়ি নতুন পাড়া এলাকায় সড়কের মাঝখানে আধা কিলোমিটার দুরত্বের মধ্যে ৪টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এ কাজটি করেছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

জনগুরুত্বপূর্ণ এ রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ধুলাউড়ি-ডেমরা সড়কে ধুলাউড়ি নতুন পাড়া নামক স্থানে রাস্তার ওপর আধা কিলোমিটার দুরত্বের মধ্যে ৪টি বিদ্যুতের খুঁটি রয়েছে। এছাড়া উপজেলা সদরে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর ১টি ও খড়হাটায় রাস্তার ওপর ১টি বিদ্যুতের খুঁটি রয়েছে।

ধুলাউড়ি নতুনপাড়া গ্রামের বাসিন্দা ও ধুলাউড়ি মাদ্রাসার শিক্ষক রকিব উদ্দিন রতন ও একই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শামীম জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, যন্ত্রচালিত নসিমন, করিমন, অটোভ্যান, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচল করে। রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি থাকায় মাঝে মাঝেই অনেক যানবাহন দুর্ঘটনায় পড়ে।

অনামিকা নামের বাসের চালক মাসুদ ও ট্রাক চালক খোকন মিয়া বলেন, রাস্তার ওপর আধা কিলোমিটারের মধ্যে ৪টি বিদ্যুতের খুঁটি থাকায় এখানে এসে গাড়ির গতি কমিয়ে দিতে হয়। ডাবল গাড়ি সাইড দিতে গিয়ে বেশি ঝুঁকি পোহাতে হয়। পর্যাপ্ত আলো না থাকায় রাতে চলাচলে ঝুঁকি আরও বেড়ে যায়।

সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সামনের দোকানদাররা জানান, রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি থাকায় এখানে সব সময় যানজট ও ছোট খাটো দুর্ঘটনা লেগেই আছে।

এদিকে বিদ্যুতের খুঁটি অপসারন না করেই সম্প্রতি আরএইচডি, মীরপুর, ঢাকা নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ধুলাউড়ি-ডেমরা রাস্তাটি সম্প্রসারণ কাজ করছে।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে বৈদ্যুতিক খুঁটি অপসারণের চেষ্টা করবো।

ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জরিফ আহমেদ বলেন, প্রায় ১মাস আগে এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর আতাইকুলা জোনের ডিজিএম তুষার কান্তি মন্ডল জানান, এ ব্যাপারে ঠিকাদার বা সংশ্লিষ্ট কেউ কোনো আবেদন করেনি। এগুলো অবিলম্বে পুনঃস্থাপনের ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত