ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বেতন ভাতার দাবিতে বেনাপোল পৌরসভায় কর্মবিরতি

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ০১ জুলাই ২০১৯, ২২:৩৩

বেতন ভাতার দাবিতে বেনাপোল পৌরসভায় কর্মবিরতি

সারাদেশের ন্যায় বেনাপোল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সরকারের কোষাাগার থেকে বেতন ভাতা, পেনশন সুযোগ সুবিধা পাওয়ার জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে। সোমবার বেলা ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভার সামানে এ অবস্থান ধর্মঘট পালন করে।

বেনাপোল পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেনাপোল পৌরসভা ও যশোর জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম (রনি), এসোসিয়েশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রিওন, কবির, সদস্য মফিজুর রহমান, হাফিজুর রহমান, রাশিদা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ, রাস্তাঘাট আলোকিত করন, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্য সেবা, চিত্ত বিনোদন, খেলাধুলা, জনশৃংখলারক্ষাসহ জনগুরুত্বপূর্ন পরিসেবা গুলো জনগনের চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন তদারকি ও ব্যবস্থাপনায় টেকসই ভাবে প্রদান করার লক্ষে নিরলস পরিশ্রম করে যাচ্ছি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত